পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত ভবিষ্যৎ সংসদের—গণতন্ত্র রক্ষায় আহ্বান ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী পদ্ধতি নিয়ে বিতর্ক নয়, বরং আগামী সংসদই নির্ধারণ করবে পিআর পদ্ধতির ভবিষ্যৎ।


এবিএনএ: সংখ্যানুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে এখনই সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করবে যে এই দেশ সত্যিকারের অসাম্প্রদায়িক চেতনার। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। যদিও কিছু মহল এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “হঠাৎ পিআর পদ্ধতির দাবি তুলে আন্দোলনের চেষ্টা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। নির্বাচনী ব্যবস্থার রূপ কেমন হবে—তা নির্ধারণ করা উচিত আগামী সংসদের মাধ্যমে। সেই সংসদই সিদ্ধান্ত নেবে ভবিষ্যৎ নির্বাচনের ধরন।”
সংসদ কাঠামো নিয়ে আলোচনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছি, যা একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। তবে নিম্নকক্ষের বাস্তবতা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।”
তিনি জোর দিয়ে বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে হলে সব পক্ষের উচিত জনগণের মতামতকে সম্মান জানানো এবং সংলাপের মাধ্যমে পথ বের করা।”




