এবিএনএ : ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নানকে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ ও খুনিদের গ্রেফতারের আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আসে।
প্রায় ১৬ মিনিটের কথোপকথনে জন কেরি কুশল বিনিময়ের পর জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেরি বলেন, ‘জুলহাজ ছিলেন আমাদের সহকর্মী’। তিনি হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
প্রেসসচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর পরিশ্রম করছে। কিছু ক্লু পাওয়া গেছে। আমরা আশা করি, অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে পারব।