এবিএনএ : বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার ভোর চারটার দিকে জামালপুর থেকে তাদের গ্রেফতরা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- এমারেল্ড অটোব্রিকস গ্রুপের পরিচালক সারোয়ার জাহান ও শামীম আহমেদ সুজা।
জানা গেছে, ভোরে জামালপুরের সুজাকান্দা ও স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুদকের একটি দল।
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছর মোট ৫৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।