বিনোদন

১৪ কোটি ছাড়িয়ে হাম্মা হাম্মা (ভিডিও)

এবিএনএ : বলিউডের ‘ওকে জানু’ ছবির ‘হাম্মা’ গানটি বাজিমাত করেই চলেছে। এখন পর্যন্ত ইউটিউবে এই গানটি ১৪ কোটি দর্শক দেখেছেন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বম্বে’ ছবির বিখ্যাত ‘হাম্মা হাম্মা’ গানটি এই ছবিতে ব্যবহার করা হয়েছে নতুন ভাবে।
‘বম্বে’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন এ আর রহমান। ‘ওকে জানু’ ছবিতে ওই গানটিকেই ফের নতুন করে তৈরি করেছেন সংগীত পরিচালক তনিস্ক বাগচী। জুবিন নোটিয়াল ও শাশা তিরুপতির কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে র‍্যাপ করেছেন বাদশা।
এদিকে আদিত্য-শ্রদ্ধার জুটিকে ফের একসঙ্গে দেখে বেশ উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। শাদ আলি পরিচালিত এই ছবি করণ জোহর ও মমিরত্নম যৌথভাবে প্রযোজনা করেছেন। গেল ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ওকে জানু’।

‘হাম্মা’ গানটি দেখুন :

 

Share this content:

Related Articles

Back to top button