রাজনীতি

“আমলাতন্ত্রই দেশের সবচেয়ে বড় বাধা”— এনসিপির বিপক্ষে কাজের অভিযোগ সামান্তা শারমিনের

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের অভিযোগ, প্রশাসনের একাংশ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

এবিএনএ:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেছেন, দেশের অনেক আমলা নিয়মিতভাবে এনসিপির কার্যক্রমের বিরুদ্ধে কাজ করছেন। তাঁর দাবি, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণ প্রজন্ম রাজনীতিতে যুক্ত হতে চাইছে, কিন্তু প্রশাসনিক প্রতিবন্ধকতা তাদের নিরুৎসাহিত করছে।

রোববার রাজধানীতে বস্তিবাসী ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের এক সভায় তিনি এসব কথা বলেন। বৈঠকের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবদুর রহিম।

সামান্তা শারমিন বলেন, “আমলারা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কাজ করছেন। অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এলেও, জনগণের কল্যাণে তারা কতটা কার্যকর, সেটি এখন প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও যোগ করেন, “একসময় মানুষ তাদের দাবির বিষয়ে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করত, এখন সেই একই মানুষ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। কিন্তু জনগণ কেন সরাসরি প্রধান উপদেষ্টার কাছে যাবে? রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব তো আমলাদেরই নেওয়া উচিত।”

এনসিপি নেত্রী মনে করেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার পথে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। তাঁর ভাষায়, “আমলাতন্ত্র এখন প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্বল করে দিচ্ছে। প্রেস ক্লাবের সামনে মাদ্রাসার শিক্ষকরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন—এমন ঘটনা প্রশাসনিক ব্যর্থতার স্পষ্ট উদাহরণ। একজন সচিব চাইলে সহজেই এসব সমস্যার সমাধান করতে পারতেন।”

তিনি আহ্বান জানান, “আমলাদের জনগণের পাশে দাঁড়াতে হবে, কাগজে নয়—বাস্তবে। জনগণের দাবি বাস্তবায়নে আন্তরিক হলে দেশের প্রতিটি সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button