নাগরিক অধিকার ও নতুন সংবিধানের প্রতিশ্রুতি—২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি
স্বৈরতন্ত্রবিরোধী বার্তা ও দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের ডাক—নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নতুন রাজনৈতিক রোডম্যাপ প্রকাশ


এবিএনএ: বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের বার্তা দিয়ে ২৪ দফা ইশতেহার ঘোষণা করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইশতেহার পাঠ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “এক বছর আগে এই শহীদ মিনার থেকেই আমরা ফ্যাসিবাদবিরোধী এক দফা দিয়েছিলাম। সেটা ছিল কোনো একক দলের নয়, ছিল জনগণের পক্ষ থেকে—a call for democratic uprising।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা যে রাজনীতি করি, তা দায়বদ্ধতা ও মানবিক মর্যাদাভিত্তিক। আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেখানে স্বৈরতন্ত্রের আর কোনো জায়গা থাকবে না।”
তিনি আরও বলেন, “যদিও সরকারের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ ঘটেনি। তাই নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের মধ্য দিয়েই আমরা সেই লক্ষ্য পূরণ করব।”
✅ এনসিপির ঘোষিত ২৪ দফা মূলনীতির কিছু দিক:
১. নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩. গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন
৪. বিচারব্যবস্থায় সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত
৫. দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনসেবামুখী শাসন
৬. জবাবদিহিমূলক আইনশৃঙ্খলা বাহিনী
৭. গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম এবং সক্রিয় নাগরিক সমাজ
৯. সার্বজনীন স্বাস্থ্যসেবা
১০. যুগোপযোগী শিক্ষানীতি
১১. তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন-ভিত্তিক গবেষণা
১২. ধর্ম ও জাতিসত্তার সম্মান
১৩. নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন
১৪. মানবমুখী অর্থনীতি ও কল্যাণ রাষ্ট্র
১৫. যুবকদের কর্মসংস্থান
১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন
১৭. খাদ্য নিরাপত্তা ও কৃষিতে স্বাবলম্বিতা
১৮. শ্রমিক ও কৃষকের অধিকার
১৯. রাষ্ট্রীয় সম্পদ সঠিক ব্যবস্থাপনা
২০. পরিবহন, নগরায়ন ও আবাসন পরিকল্পনা
২১. পরিবেশ, নদী ও সমুদ্র রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও নিরাপত্তা
২৩. বাংলাদেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি
২৪. আধুনিক প্রতিরক্ষা কৌশল
ঘোষণার শেষে নাহিদ ইসলাম বলেন, “এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছিলাম—দেশকে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করব। আজ আবারও সেই স্থানে দাঁড়িয়ে বলছি—আসুন, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ি যেখানে সবার জন্য সাম্য, মর্যাদা ও সুবিচার থাকবে।”