এবিএনএ: শ্রীলঙ্কার বিভিন্ন শহরের গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জন। শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা সিএনএন।
রবিবার ছিল ইস্টার সানডে। এটি খ্রিস্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন। দিবসটি উদযাপনের সময় শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোর কচ্চিকাডের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও বাত্তিকালোয়ার জিওন গির্জায় এই হামলার ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর শাংরি-লা হোটেল, সিনামন গ্রান্ড ও কিংসবারি পাঁচ তাঁরা হোটেলেও বিস্ফোরণ হয়। এরপর আরও দুটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।