আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন: গত ২৭ সেপ্টেম্বর সোমবার আটলান্টিক সিটির একটি স্থানীয় রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির মাসিক সভা। প্রানঘাতী কোভিট-১৯ এর কারনে প্রায় দুই বছর পর অনুষ্ঠিত হল ক্লাবের প্রথম সভা। বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি লায়ন ফারুক তালুকদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক লায়ন কনক রাউথের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা চাটার্ড মেম্বার এবং প্রাক্তন সভাপতি লায়ন মামুন মোস্তাফার কোভিট-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। লায়ন ফারুক তালুকদার বলেন লায়ন মামুন মোস্তাফার অকাল মৃত্যুতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি একজন দক্ষ সংগঠককে হারিয়েছে। সাধারন সম্পাদক লায়ন কনক রাউথ বলেন লায়ন মামুন মোস্তাফা ক্লাবের সদস্যদের মাঝে আগামী দিনগুলোতে অমর হয়ে থাকবেন।ক্লাব ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এবং জোন চেয়ার পারসন লায়ন কাজী শহিদুল ইসলাম বলেন লায়ন মামুন মোস্তাফা মৃত্যুর পর তার পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য ক্লাবের সকল সদস্যবৃন্দ যেভাবে আন্তরিকতার সাথে এগিয়ে এসেছিলেন ঠিক একইভাবে আগামীতে আমাদেরকে এধরনের সহযোগিতার হাত আরো সম্প্রসারিত করতে হবে।তিনি সকল লায়ন সদস্যদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। চাটার্ড মেম্বার লায়ন শ্রী রয় গত দুই বছরে ক্লাবের কর্মকান্ডে যে ধীরগতি বিরাজমান ছিল। নতুন কমিটির সভাপতি লায়ন ফারুক তালুকদার এবং সাধারন সম্পাদক লায়ন কনক রাউথের নেতৃত্বে তার অবসান ঘটানোর আহবান জানান। তিনি সংগঠন পরিচালনার ক্ষেত্রে করনীয় বিভিন্ন বিষয়াদি লায়ন সদস্যেদের মাঝে তুলে ধরেন। প্রতিষ্ঠাতা চাটার্ড মেম্বার লায়ন আবদুর রফিক বলেন বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি অন্যান্য সংগঠনের চেয়ে ভিন্ন ধরনের একটি নন-প্রপিট সামাজিক সংগঠন, তাই সংগঠনের হিসাব-নিকাশ থেকে শুরু করে সব কিছুতেই নতুন কমিটির সদস্যদের বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। তিনি বলেন প্রতিষ্ঠার পর এক যুগ ধরে সংগঠনের সদস্যদের মাঝে যে ধরনের কর্ম তৎপরতা বিদ্যমান ছিল তা নতুন কমিটিকে ফিরিয়ে আনতে হবে। ক্লাবের বর্তমান ট্রেজারার লায়ন আকবর হোসাইন ক্লাবের আর্থিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের কাছে তুলে ধরেন । ক্লাবের উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নভেম্বর মাসের ১৬ তারিখ ক্লাবের নতুন কমিটির ইনসটেলাশান অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়। ক্লাবের নিবেদিত প্রান এবং অন্যতম সহযোগী লায়ন মোজাহের আলী দুলালকে সর্বাধিক মেম্বারকে স্পন্সর করার মাধ্যমে ক্লাবের আর্থিক উন্নয়নে সহযোগিতার জন্য গোল্ড চেনটেনিয়াল মেম্বারশীপ এওয়ার্ড প্রদান করা হয় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সিক্সটিন এফের পক্ষ থেকে। এওয়ার্ড তুলে দেন বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি লায়ন ফারুক তালুকদার এবং সাধারন সম্পাদক লায়ন কনক রাউথ।
Share this content: