এবিএনএ : সর্বশেষ ২০১৫ সালে একসঙ্গে দেখা পর্দায় গিয়েছিল বিপাশা বসু ও করণ সিং গ্রোভারকে। তিন বছর বিরতি দিয়ে ফের একসঙ্গে পর্দায় আসছেন এই বলিউড কাপল জুটি।
বিক্রম ভাটের আগামী ছবি ‘আদত’-এর মাধ্যমে পর্দায় ফিরছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ২০১৫ সালে ভৌতিক ছবি ‘অ্যালন’-এ এই জুটিকে পর্দায় দেখা গিয়েছিল। পরিচালক ভূষণ প্যাটেলের পরিচালনায় এই ছবিতে দেখা গিয়েছিল বিপাশা-করণের রসায়ন।
মুম্বাই মিরর সূত্রে খবর, ‘আদত’ ছবিতে নায়কের চরিত্রে করণ সিং গ্রোভারকে চূড়ান্ত করা হয়েছে। জুন মাস থেকেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এই ছবির চিত্রনাট্য লিখছেন করণ-বিপাশার আগের ছবির পরিচালক ভূষণ প্যাটেল নিজেই। তিনি নিজেই এই ছবিতে তার চিত্রনাট্য লেখা খবরের কথা জানিয়ে লন্ডনে গিয়েছেন ছবির চিত্রনাট্য চূড়ান্ত করার জন্য।
এদিকে আরও একটি সূত্র জানাচ্ছে, বিক্রম ভাটের এই ছবি ‘আদত’-এর সম্পূর্ণ শুটিং হবে লন্ডনে। মে মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও শুটিং ৭ জুন থেকে শুরু হচ্ছে বলে জানা গেছে। ৪৫ দিন ধরে চলবে ছবির শুটিং।