ইসরায়েলের গোপন বার্তা ইরানে: যুদ্ধ শেষের পথে কি শান্তির সম্ভাবনা?
যুক্তরাষ্ট্র ও আরব মিত্রদের মাধ্যমে ইরানে বার্তা পাঠিয়েছে ইসরায়েল, শর্ত সাপেক্ষে হামলা বন্ধের ইঙ্গিত


এবিএনএ: ইরানের সঙ্গে চলমান সঙ্ঘাতের অবসান চায় ইসরায়েল। মার্কিন ও মধ্যপ্রাচ্যের সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ইসরায়েল ইতোমধ্যে ইরানি কর্তৃপক্ষের কাছে একটি গোপন বার্তা পাঠিয়েছে। সেই বার্তায় জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে ইসরায়েল বর্তমান সামরিক অভিযান থামাতে প্রস্তুত।
ওয়াল স্ট্রিট জার্নাল ও চ্যানেল-১২–এর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ শিরোনামের সামরিক অভিযানে ইরানকে কৌশলগতভাবে দুর্বল করে চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে রয়েছে ইসরায়েল। তাদের দাবি, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দমন করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্র আরব দেশগুলোর মাধ্যমে ইরানে ইসরায়েলের পক্ষ থেকে বার্তা পাঠিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইরান যদি তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত করে, তবে ইসরায়েল হামলা বন্ধে আগ্রহী।
ইসরায়েলি এক সিনিয়র কর্মকর্তা জানান, “এই যুদ্ধ থামানো ইসরায়েলের পক্ষে এখনই সম্ভব। সবকিছু নির্ভর করছে ইরানের পদক্ষেপের ওপর।” তিনি বলেন, পারমাণবিক চুক্তিতে রাজি হলে ইসরায়েল এ অভিযান বন্ধ করে দিতে প্রস্তুত।
প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েলের সামনে দুইটি পথ খোলা—
১. একতরফাভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে হামলা থামানো।
২. যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয়পক্ষ একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে পৌঁছানো।
তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে, ইসরায়েল আরও বড় পরিসরের জবাবি হামলায় যেতে প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানায়, ইসরায়েল তেহরানের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় লক্ষ্য করে হামলা চালিয়ে কড়া বার্তা দিতে চেয়েছে— যদি ইরান থামাতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে এমন হামলার মাত্রা আরও বাড়বে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিই যুদ্ধ থামানোর ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ আক্রমণ ইরানকে আবারও আলোচনা টেবিলে ফিরিয়ে আনবে— এই আশাই করছে তেলআবিব।
তবে ইরান ফের পারমাণবিক কর্মসূচি শুরু করলে, ইসরায়েলও ফেরত যাবে তাদের আগ্রাসী অবস্থানে।
রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের যুদ্ধের মূল লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। আমরা চাই না দীর্ঘমেয়াদি যুদ্ধ, তবে ইরানের পারমাণবিক হুমকি দূর না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”