রাজনীতি

ঢাবিতে হলে রাজনীতি নিষিদ্ধের দাবির পরও বহাল ছাত্রদল কমিটি, জানালেন রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, হল রাজনীতি বন্ধ হলেও কমিটি থাকবে বহাল

এবিএনএ:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের দাবি উঠলেও ছাত্রদল ঘোষিত হল কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার দুপুরে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রাকিব জানান, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, কেন্দ্রীয় ক্যাম্পাস ও ডাকসুকে ঘিরে ছাত্র রাজনীতির রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, ক্যাম্পাসে গুপ্ত ছাত্র রাজনীতি ও সাইবার বুলিংয়ের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির বিষয়টি প্রশাসন তদন্ত করবে এবং হল কমিটিগুলো বিদ্যমান থাকবে।

এর আগে ৯ আগস্ট ছাত্রদল ঢাবির ১৮টি হলের নতুন কমিটি ঘোষণা করে। একই রাতে বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ বিক্ষোভ মিছিল করে এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।

বিক্ষোভের পর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, ২০২৪ সালের ১৭ জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত হয়েছিল, তা বহাল থাকবে। প্রতিটি হল প্রশাসন নীতিমালা অনুযায়ী পদক্ষেপ নেবে।

রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন গুপ্ত ছাত্র রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমরা সচেতন ছাত্র সংগঠন হিসেবে প্রশাসনের সঙ্গে আছি।” ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “যেভাবে ছাত্রলীগ হলে দখলদারি করেছে, শিবিরও গুপ্ত রাজনীতি করে একই কাজ করছে।”

তিনি আরও জানান, শনিবারের মধ্যে প্রশাসন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ, হলে ছাত্র রাজনীতির ধরন ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে আপডেট দেবে বলে আশা করছেন। তার অভিযোগ, “আমরা মিডিয়া ট্রায়াল ও মিথ্যা প্রচারণার শিকার হচ্ছি।”

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার পরিবেশ রক্ষা ও গঠনমূলক ছাত্র রাজনীতির রূপরেখা তৈরিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সুপারিশ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button