এবিএনএ : যুক্তরাস্ট্রের সাউথজার্সী মেট্টো আ’লীগের উদ্যেগে আজ স্থানীয় আ’লীগ কার্যালয়ে সন্ধা ৭টায় যুক্তরাষ্ট্র আ’লীগের সফল সভাপতি ড. সিদ্দিকুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দৌলা ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহাম্মদ শাহিন, সংগঠনিক সম্পাদক শওকত শিমুল, সহ-সভাপতি পলাশ চৌধুরী, শফিক শাহ, সুজন দাস, উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, দপ্তর সম্পাদক রুবায়েত, সদস্য নাসরিন মুন্নি, শাহিনারা সিমু আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ড. সিদ্দিকুর রহমানের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন সংগঠনের মূখপাত্র শওকত শিমুল। পরে ড. সিদ্দিকুর রহমানের রাজনৈকি সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সবাই মোনাজাত করেন। নৈশভোজের পর সভাপতি সিরাজুদ্দৌলা ভুইয়া অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করেন।