এবিএনএ : করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে সর্বনাশা করোনায় দেশটির আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০ হাজার ৪২৫ জন নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। একদিনে এত সংখ্যক মানুষ দেশটিতে এর আগে আক্রান্ত হননি। সব মিলিয়ে ভারতে আক্রান্ত হলেন ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৯৭ জনের।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড এখন ভারতের। গত তিন দিন ধরে ভারতে আক্রান্তের সংখ্যা বেশি। রোজ নতুন সংক্রমণ হচ্ছিল ৩৫ হাজারের বেশি মানুষ। রোববার তা বেড়ে হলো প্রায় ৩৯ হাজার। সোমবার তাও বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়। ভারতে করোনায় সবচেয়ে বেশি মারা গেছেন মহারাষ্ট্রের লোকজন। ১১ হাজার ৮৫৪ জন না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে তিন হাজার ৬২৮ জনের। তামিলনাডুতে করোনা প্রাণ কেড়েছে দুই হাজার ৪৮১ জনের। গুজরাটে দুই হাজার ১৪২ জনের। কর্নাটকে এক হাজার ৩৩১, উত্তরপ্রদেশে এক হাজার ১৪৬ ও পশ্চিমবঙ্গে এক হাজার ১১২।
আক্রান্ত দ্রুত হারে বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাড়ে ৭ লাখ মানুষ। অর্থাৎ মোট আক্রান্তের ৬২ শতাংশই সুস্থ হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২২ হাজার ৬৬৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সাত লাখ ৮৭ জন করোনামুক্ত হলেন।