জাতীয়বাংলাদেশলিড নিউজ

রোয়ানু: ২২ ঘণ্টা পর শাহ আমানতে বিমান চলাচল শুরু

এ বি এন এ : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে ২২ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে।
রবিবার সকালে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সকাল থেকে সব অপারেশনাল কার্যক্রম আবার শুরু হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার রিয়াজুল কবির জানান, সকাল ৮টা ১১ মিনিটে ঢাকা থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ শাহ আমানতে নেমেছে।
ঘূর্ণিঝড় রোয়ানু উপকূলের দিকে এগিয়ে আসায় শুক্রবার চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে সকাল সাড়ে ১০টা থেকে শাহ আমানত বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়।
শনিবার দুপুরে রোয়ানু উপকূল অতিক্রম করে বিকাল নাগাদ বাংলাদেশ পেরিয়ে যায়। এর প্রভাবে বিভিন্ন জেলায় ২৬ জনের মৃত্যু হয়।

Share this content:

Related Articles

Back to top button