এবিএনএ : দক্ষিণ ফ্রান্সের শহর কানে গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। ৭০তম এ আসরের শুরুটা হয় নাচ-গান দিয়ে।
নিয়ম মেনে মঞ্চে আসেন উদ্বোধনী অনুষ্ঠানের মিস্ট্রেস অব সিরিমনিস মনিকা বেলুচ্চি। সঙ্গে রাখেন বক্তব্যও। এর মধ্যে অন্য আনুষ্ঠানিকতা এগিয়ে চলে। কিন্তু মনিকা ও এলেক্স এর চুম্বন করে নজর কেড়ে নেয় সবার।
ইতালিয়ান অভিনেত্রী মনিকার চুম্বনের পার্টনার হলেন ৩৮ বছরের ফ্রান্সের নির্মাতা ও কমেডিয়ান এলেক্স লুটজ। উদ্বোধনী আয়োজন জমিয়ে তুলতে এমন কিছু যে ঘটবে এটাই স্বাভাবিক।
কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সঙ্গেও কানকে সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেয়া হয়। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর এ উৎসব পালিত হয়ে আসছে। দক্ষিণ ফ্রান্সের রিজোর্ট শহর কানে প্রতি বছর মে মাসে এটি পালিত হয়। পালে দে ফেস্তিভাল্স এ দে কোঁগ্র নামক ভবনটিতে মূল উৎসব অনুষ্ঠিত হয়। কান উৎসবের জন্যই এ ভবন নির্মাণ করা হয়েছিল।