,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

কীভাবে সম্ভব হল ভারতবধ, জানালেন আকবর

এবিএনএ : বলা বাহুল্য, বল হাতে দারুণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শক্তিশালী ভারতকে ১৭৭ রানে গুটিয়ে দিয়েছে তারা। ব্যাটিংয়ের শুরুটাও হয়েছে দুর্দান্ত। কিন্তু মাঝপথে হঠাৎ ছন্দপতন। ১০২ রানে ৬ উইকেট হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন প্রায় ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম।

ঠিক সেসময় ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক আকবর আলি। চাপে নুইয়ে না গিয়ে শক্ত হাতে হাল ধরেন তিনি। জুটি গড়েন ইমনের সঙ্গে। তাতেই বিশ্বজয়ের পথে এগিয়ে যান টাইগার যুবারা। পরে রাকিবুলকে নিয়ে যবানিকা টানেন আকবর। অমন বিপর্যয়ের মুখে কেমন পরিকল্পনা এঁটেছিলেনে আকবর? চরম বিপদে সতীর্থকে কী পরামর্শ দিয়েছিলেন অধিনায়ক?

রোববার রাতে ম্যাচ শেষে সেই বিষয়টিই খোলাসা করেন আকবর। বলেন, আমি সবকিছু স্বাভাবিকভাবে নিই। টুর্নামেন্ট শুরুর দিকে ব্যাট করার খুব একটা সুযোগ পাইনি। তবে অপেক্ষায় ছিলাম। ব্যাটিংয়ে নামার সময় একটা জুটির প্রয়োজন ছিল। আমার সঙ্গীকে বলেছিলাম, আমাদের একটা জুটি গড়তে হবে। উইকেট হারানো যাবে না। সহজ পরিকল্পনা ছিল। তাতে সফল হয়েছি। যুব বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল ভারত। ১৩বারের বিশ্বমঞ্চে সাতবারই ফাইনাল খেলেছে তারা। দলটি বাংলাদেশকে ছাড় দেবে না। সেটা আগেই জেনে গিয়েছিলেন আকবর। তবে চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা জানতাম, ভারত সহজে ছেড়ে দেবে না। তারা খুবই চ্যালেঞ্জিং দল। রান কম হলেও আমরা জানতাম তাড়া করা কঠিন হবে। সেই অনুযায়ীই খেলেছি। এ জয় গর্বের। এ জয় অহংকারের। ক্রিকেট পরাশক্তি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের দল। এ জয়ে অবদান রয়েছে সবার। বল হাতে ঝড় তোলেন বোলাররা। শেষদিকে ক্যাপ্টেনের মহাকাব্যিক ইনিংসে রচিত হয় ইতিহাস। স্বভাবতই সবাইকে কৃতিত্ব দেন আকবর। কোচিং স্টাফ ও দর্শকদের ধন্যবাদ দিতেও ভুলেননি তিনি। টাইগার সমর্থকদের দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে আখ্যা দেন অধিনায়ক।

Share this content:

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor : Khondoker Niaz Ikbal
Executive Editor : Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited