বিনোদন

মানবতার প্রতীক ইলিয়াস কাঞ্চনের জন্য শাকিবের আবেগঘন প্রার্থনা: “তিনি আমাদের আলোর যাত্রা”

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাইলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান

এবিএনএ: জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই কিংবদন্তি অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা জানিয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগময় বার্তায় শাকিব খান লেখেন, “ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের প্রিয় ও শ্রদ্ধার মানুষ। তার জীবন সংগ্রাম ও মানবতার প্রতি নিবেদন আমাদের অনুপ্রেরণা। পর্দায় তিনি নায়ক, বাস্তব জীবনে তিনি মানবতার সৈনিক।”

তিনি আরও লেখেন, “লন্ডনে তিনি আজ এক নিঃশব্দ লড়াইয়ে আছেন, তবে তার পাশে আছে কোটি মানুষের ভালোবাসা ও প্রার্থনা। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং আবার আমাদের মাঝে হাস্যোজ্জ্বলভাবে ফিরিয়ে আনেন।”

গত আগস্টে ইলিয়াস কাঞ্চনের মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে টার্গেট থেরাপি নিচ্ছেন।
অভিনেতার ছেলে মিরাজ মইন জয় জানিয়েছেন, তার বাবা ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।
এরই মধ্যে সহকর্মী রোজিনা লন্ডনে গিয়ে কাঞ্চনের খোঁজ নিয়েছেন এবং সকলকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াজুড়ে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রার্থনার ঢল নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button