জাতীয়লিড নিউজ

মঙ্গলবার বন্ধ থাকছে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ, আন্দোলনের ঘোষণা উত্তপ্ত পরিস্থিতি

চলমান আন্দোলনের মধ্যেই হঠাৎ দর্শনার্থী নিষেধাজ্ঞা, সরকারী কর্মচারীদের আরও বৃহৎ কর্মসূচির ডাক

এবিএনএ,ঢাকা:


অনিবার্য কারণ দেখিয়ে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সচিবালয়ে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

রাত সাড়ে ৯টার দিকে প্রেরিত এই চিঠি মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয়ের সচিব ও প্রধান তথ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে মঙ্গলবার সারাদিন দর্শনার্থীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে না।

এদিকে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে সরকারি কর্মচারীদের লাগাতার বিক্ষোভ সোমবার তৃতীয় দিনে গড়ায়। দুপুর ১২টা ৩০ মিনিটে বিক্ষুব্ধ কর্মচারীরা সচিবালয়ের সব প্রবেশদ্বার বন্ধ করে প্রতিবাদ জানান।

বিক্ষোভে নেতৃত্বদানকারী ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকাল ১০টায় সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় এলাকার বাদামতলায় সমবেত হবেন তারা।

ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, “আমাদের দাবি একটাই—এই কালো অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। যতদিন না তা হয়, ততদিন আন্দোলন চলবে।”

একই সঙ্গে ফোরাম দেশের অন্যান্য সরকারি অফিসেও কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে, যাতে দেশের সব প্রান্ত থেকে এই দাবি জোরালো হয়।

Back to top button