বাংলাদেশ

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৪৪ জন

দেশজুড়ে পুলিশের টানা অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি থেকে শুরু করে বিভিন্ন অপরাধে মোট ১৬৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এবিএনএ:  দেশব্যাপী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে টানা বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে মোট ১৬৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১ হাজার ৮৭ জন বিভিন্ন মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া অন্যান্য অপরাধের ঘটনায় আরও ৫৫৭ জনকে আটক করা হয়েছে।

শুধু গ্রেফতারই নয়, অভিযানকালে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে— একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, দুটি রামদা, একটি স্টিল পাইপ, এক রাউন্ড কার্তুজ, দুটি রাইফেলের গুলি এবং কালো কস্টেপে মোড়ানো চারটি ককটেল।

পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস-অপরাধ দমনেই এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button