বাংলাদেশ

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণ: বহিষ্কৃত ১০ নেতা, হাসপাতালে এক শীর্ষ নেতা

সুজানগরে রক্তাক্ত গোলযোগে জড়িত থাকার অভিযোগে বিএনপির ১০ নেতাকে বহিষ্কার, ঢাকা মেডিকেলে ভর্তি সদস্য সচিব

এবিএনএ:  পাবনার সুজানগরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দলীয় সদস্য সচিব গুরুতর আহত হয়েছেন। ঘটনার জেরে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দলটির কেন্দ্রীয় কমিটি একযোগে ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে।

বৃহস্পতিবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়। সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান শুক্রবার দুপুরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

বহিষ্কৃতদের মধ্যে আছেন—সদস্য সচিব শেখ আব্দুর রউফ, ছাত্রদল নেতা শেখ কাউছার, যুবদল নেতা মনজেদ শেখ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মজিবর খা, সাবেক নেতা কামাল শেখ, যুবদল সদস্য মানিক খা, কলেজ শাখা সভাপতি শাকিল খা, ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি রুহুল খা, কর্মী লেবু খা এবং যুবদল কর্মী হালিম শেখ।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার, মোবাইল ফোনে কথা বলা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের বিরোধ থেকে। পরে বুধবার রজনী ঘোষ সিনেমা হলের সামনে দুই পক্ষ ফের মুখোমুখি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে রক্তক্ষয়ী হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এসময় সদস্য সচিব আব্দুর রউফ শেখ উভয় পক্ষকে থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে আরও কিছু ব্যক্তির সম্পৃক্ততা থাকলেও তারা বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নন। ভবিষ্যতে এ ধরনের সহিংসতায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কেন্দ্র।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভ্যন্তরীণ কোন্দল দলীয় শৃঙ্খলা ও জনসমর্থনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button