রাজনীতি

রুমিন ফারহানার গ্রেপ্তার দাবি করল এনসিপি, নির্বাচন কমিশন পুনর্গঠনের হুমকি

আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এনসিপির অভিযোগ— রুমিন ফারহানার নেতৃত্বে হামলা, কমিশন ব্যর্থ হলে পদত্যাগ চাইবে দলটি

এবিএনএ: বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের শুনানিতে রুমিন ফারহানার নেতৃত্বেই তাদের ওপর হামলা চালানো হয়েছে।

আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এ দাবি জানান। এ সময় দলটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, “রুমিন ফারহানার নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। নির্বাচন কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নিতে হবে, নইলে আমরা সিইসি ও কমিশনারদের পদত্যাগ দাবি করব।”

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে কড়া সমালোচনা করে বলেন, “তিনি আওয়ামী লীগের মতো সুবিধা ভোগ করেছেন, অথচ এখন গণতন্ত্রের কথা বলেন। আমরা বলছি, সন্ত্রাসী রাজনীতি করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও ভারতে পাঠানো হবে, রুমিন ফারহানারও একই পরিণতি হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “নির্বাচন কমিশন কিছু দলের পার্টি অফিসে পরিণত হয়েছে। আমাদের নেতাকর্মীদের প্রবেশে পুলিশ বাধা দিলেও বিএনপিকে মুক্তভাবে প্রবেশের সুযোগ দিয়েছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।”

এনসিপি স্পষ্ট করে জানায়, তারা কোনো দলমুখী কমিশন নয়, বরং “বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন” চায়। তাই এই কমিশনকে পুনর্গঠন করতে হবে বলে দাবি জানায় দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button