বাংলাদেশ

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: এক সপ্তাহেই গ্রেফতার ১৬৭৬ অপরাধী

মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৪১ জনসহ বিপুল সংখ্যক অপরাধী আটক, উদ্ধার হয়েছে অস্ত্র ও অবৈধ সামগ্রী

এবিএনএ: সারাদেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে পরিচালিত এক ধারাবাহিক অভিযানে পুলিশ মোট ১,৬৭৬ জন অপরাধীকে গ্রেফতার করেছেএদের মধ্যে ১০৪১ জনের বিরুদ্ধে মামলা আদালতের ওয়ারেন্ট ছিল, বাকি ৬৩৫ জনকে ধরা হয়েছে অন্যান্য অপরাধের দায়ে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর তথ্য জানান।

তিনি জানান, চলমান এই অভিযানে শুধু অপরাধীই নয়, বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, রিভলবার নানা অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অবৈধ সামগ্রী সন্দেহভাজন অপরাধ সংশ্লিষ্ট জিনিসপত্রও জব্দ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ প্রবণতা দমন, জননিরাপত্তা নিশ্চিত এবং সমাজবিরোধী কার্যক্রম নিয়ন্ত্রণে এই অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

দেশজুড়ে এই অভিযানের ফলে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের টার্গেটেড অপারেশন নিয়মিত চালালে অপরাধ দমনে দীর্ঘস্থায়ী সুফল আসবে।

Share this content:

Back to top button