খেলাধুলা

শততম টেস্টে সেঞ্চুরি ছোঁয়ার এক ধাপ দূরে মুশফিক, অপেক্ষায় পুরো বাংলাদেশ

ইতিহাসগড়া ম্যাচে ৯৯ রানে অপরাজিত মুশফিক, আজকের খেলায় পূর্ণ হতে পারে স্বপ্নের শতরান

এবিএনএ:  বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আজ তার আন্তর্জাতিক ক্রিকেটজীবনের এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে। দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের জন্ম দেওয়া এই তারকা ক্রিকেটার বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলছেন তার শততম টেস্ট ম্যাচ। আর এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে দিন শেষ করলেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অসাধারণ ব্যাটিং করে মুশফিক অপরাজিত ছিলেন ৯৯ রানে। দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৯২ রান। অপর প্রান্তে লিটন দাসও ছিলেন ধৈর্য ধরে খেলা, তিনি অপরাজিত আছেন ৪৭ রানে।

ম্যাচ শুরুর আগে শততম টেস্ট উপলক্ষে মুশফিককে সম্মান জানাতে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনার। তার প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার পরিয়ে দেন স্মরণীয় এই বিশেষ ক্যাপ। এছাড়া স্বীকৃতি হিসেবে তাকে ক্যাপ ক্যাসকেট তুলে দেন দেশের প্রথম টেস্ট ক্যাপধারী আকরাম খান। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও তাকে সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট উপহার দেন।

মুশফিক শুরু থেকেই খেলে গেছেন ধৈর্য আর কৌশলে। উইকেটে সময় নিয়ে সেট হয়ে দৃষ্টি রাখেন সেঞ্চুরির দিকে। কিন্তু খেলার শেষ বলের আগে যখন স্কোরবোর্ডে তার নামের পাশে ওঠে ৯৯ রান, তখন থেমে যায় দিনের খেলা। তাই শততম টেস্টে সেঞ্চুরি স্পর্শের জন্য অপেক্ষা এখন পুরো রাত জুড়ে।

এদিন বাংলাদেশের হয়ে লিটন দাসও ব্যাট হাতে ভালো শুরু করলেও হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। আয়ারল্যান্ডের পেসার অ্যান্ডি ম্যাকব্রাইন তুলে নিয়েছেন বাংলাদেশের চারটি উইকেট।

মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন। আর বিশ্ব ক্রিকেটে তিনি এই মাইলফলকে পৌঁছানো ৮৪তম ক্রিকেটার। আগামী দিনের খেলা হবে তার জন্য রেকর্ড আর আবেগের এক অনন্য ক্ষেত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button