মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির বিষয়ে তদন্তে সহযোগিতায় প্রস্তুত সরকার
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে তথ্য চেয়ে যোগাযোগ করেছে হাইকমিশন, তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছে সরকার


এবিএনএ: মালয়েশিয়ায় সন্ত্রাসী কার্যক্রমে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩৬ জন বাংলাদেশির বিষয়ে তদন্তে মালয়েশিয়া সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী দেশটিতে পরিচালিত অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যাদের বিরুদ্ধে উগ্রবাদ বা জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং আনুষ্ঠানিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় ও মামলার বিস্তারিত তথ্য চেয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলবে অথবা প্রয়োজনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
হাইকমিশন এ বিষয়ে ঘনিষ্ঠভাবে মালয়েশিয়ার প্রশাসনের সঙ্গে কাজ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের আইনগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশ সরকার আবারও তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে যে, দেশটি সব ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে। মালয়েশিয়ার তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত বাংলাদেশি শ্রমিকরা ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে অর্থ লেনদেনের সম্পৃক্ততায় অভিযুক্ত। তাদের বেশিরভাগই নির্মাণ, সেবা ও শিল্প খাতে নিয়োজিত ছিলেন। গত এপ্রিল থেকে ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “যেসব ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, তাদের বিষয়ে সরকার নিজস্ব তদন্ত করবে। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ সরকার মালয়েশিয়ায় বসবাসরত সকল নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং প্রবাসে দেশের ভাবমূর্তি রক্ষার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে।