খুলনায় প্রবাসী সোহেলকে গুলি করে হত্যা: গ্রামজুড়ে আতঙ্ক
রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল প্রবাস ফেরত যুবকের, তদন্তে নেমেছে পুলিশ


এবিএনএ: খুলনার পূর্ব রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে গুলি করে এক প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সোহেল হাওলাদার (৩৫)। তিনি ওই গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে এবং সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রুটি ও দই কিনতে বাজারে যাচ্ছিলেন সোহেল। এ সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। একাধিক গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে, ঘটনাস্থলেই মারা যান তিনি।
রূপসা থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) আ. সবুর খান জানান, গুলিবিদ্ধ অবস্থায় সোহেলের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শরীরের অন্তত আটটি স্থানে গুলি লেগেছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে।
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এলাকার মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।”
এ ঘটনায় পুরো গ্রামে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।




