জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা: ছাত্রী বর্ষা আক্তার আটক
পুরান ঢাকায় টিউশনির বাসায় হত্যার ঘটনায় ছাত্রদল নেতা জুবায়েদের ছাত্রীকে গ্রেপ্তার, সিসিটিভিতে দুইজন সন্দেহভাজন শনাক্ত


এবিএনএ: পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ছাত্রী বর্ষা আক্তারের বাসায় টিউশনিতে যেতেন জুবায়েদ। ধারণা করা হচ্ছে, ওই বাসাতেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে বাড়ির অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।
লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী সাংবাদিকদের জানান, “ছাত্রী বর্ষাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে আরও দুইজনকে শনাক্ত করা গেছে, যাদের গ্রেপ্তারের জন্য একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন জুবায়েদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠায়।
ঘটনার দেড় ঘণ্টা পর খবর ছড়িয়ে পড়লে পুলিশ ও পিবিআই ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ধরে আলামত সংগ্রহ শেষে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়।
জুবায়েদের হত্যায় পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রদলের নেতাকর্মীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
 
				 
					



