আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন বৈধ নয়: কাকরাইল সভায় জি এম কাদেরের স্পষ্ট বার্তা
ঢাকা জেলা জাপার সভায় জি এম কাদের বলেন—আ.লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, লাঙ্গল প্রতীক নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি


এবিএনএ: আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বুধবার রাজধানীর কাকরাইলে ঢাকা জেলা জাপার মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন।
জি এম কাদের বলেন, “যখন আওয়ামী লীগ জামায়াতে ইসলামকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল, আমি তার প্রতিবাদ করেছিলাম। একইভাবে বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটিও গ্রহণযোগ্য হবে না।”
তিনি উল্লেখ করেন, অতীতে চারটি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় অংশ নিয়ে জাপা ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে সমালোচিত হয়েছে। এবারও চাপের মুখে দলকে কঠিন অবস্থান নিতে হচ্ছে। জুলাই মাসে আদালত তাকে চেয়ারম্যানের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বললেও সম্প্রতি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তিনি পুনরায় রাজনৈতিক কর্মসূচিতে ফিরেছেন।
সভায় জাপা চেয়ারম্যান দাবি করেন, তিনিই জুলাইয়ের আন্দোলনকে বৈষম্যবিরোধী আন্দোলন হিসেবে চিহ্নিত করেছিলেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।
সম্প্রতি ৯ আগস্ট, দল থেকে বহিষ্কৃত কয়েকজন জ্যেষ্ঠ নেতা আলাদা কাউন্সিল ডেকে নতুন কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশনের কাছে লাঙ্গল প্রতীকের জন্য আবেদন করেছেন।
এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, “সরকারের দমন-পীড়নে থেমে যাব না। লাঙ্গল প্রতীক অন্য কাউকে দিলে রাজপথে আন্দোলন করব। জনগণের স্বার্থে জীবন দিতে প্রস্তুত আছি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখব।”
সভায় জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।