জাতীয়
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, কঠোর অবস্থানে সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ১৩তম জাতীয় সংসদ নির্বাচন হবে; সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে জোর দিচ্ছে ইসি।


এবিএনএ: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। শনিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
তিনি স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে থাকবে এবং যেকোনো অনিয়মের ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে।
সিইসি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনী কার্যক্রমে যাদের কাজে লাগানো হবে, সে বিষয়ে ইতোমধ্যে পরিকল্পনা শুরু হয়েছে এবং সময়মতো তা দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।