আন্তর্জাতিক

আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে: টোকিওতে প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

ড. মুহাম্মদ ইউনূস জানালেন—সব বাধা অতিক্রম করে আগামী জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করা হবে

এবিএনএ,টোকিও, জাপান:


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন ২০২৫ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। বুধবার জাপানের রাজধানী টোকিওতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের (জেবিপিএফএল) সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, “কোনো ধরনের অজুহাত বা প্রতিকূলতা সত্ত্বেও আগামী জুনের মধ্যেই দেশে নির্বাচন সম্পন্ন করা হবে। এ লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার সংস্কার বাস্তবায়ন এবং নির্বাচন প্রস্তুতিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”

তিনি আরও জানান, “আমাদের তিনটি অগ্রাধিকার—সংবিধানসম্মত সংস্কার, বিচারহীনতার অবসান এবং একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজন। এগুলোর প্রতিটি ক্ষেত্রেই আমরা অগ্রগতি অর্জন করেছি।”

জাপান সফরে পৌঁছে তিনি আরও বলেন, “গত দশ মাসে জাপান আমাদের পাশে থেকেছে। আমি এ সফরকে কৃতজ্ঞতা সফর হিসেবে দেখছি। জাপানের সহায়তা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।”

তারো আসো বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচনকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আবশ্যক উল্লেখ করে বলেন, জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

এ সময় জাপানি সংসদ সদস্যরা জানান, বাংলাদেশের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষর জাপানি বিনিয়োগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। আগামী আগস্টের মধ্যে আলোচনা শেষ করে সেপ্টেম্বরে চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে। এতে জাপান হবে বাংলাদেশে ইপিএ স্বাক্ষরকারী প্রথম দেশ।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস বলেন, “রোহিঙ্গারা অন্য দেশে যেতে চাইছে না। তারা মিয়ানমারে ফিরে যেতে চায়, এটাই সংকটের অনন্য দিক।” তিনি তাদের প্রত্যাবাসনে জাপানের সক্রিয় সহায়তা কামনা করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

Back to top button