জাতীয়লিড নিউজ

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা, কর্মজীবীদের মধ্যে আনন্দের জোয়ার

ঈদের আগে-পরে মিলিয়ে টানা ১০ দিন ছুটি দিচ্ছে অন্তর্বর্তী সরকার, অফিস খোলা থাকবে ১৭ ও ২৪ মে

এবিএনএ:  পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশজুড়ে সরকারি-বেসরকারি কর্মজীবীদের মাঝে এসেছে খুশির সংবাদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, এবারের ঈদ উপলক্ষে টানা ১০ দিন ছুটি থাকবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছুটির ঘোষণা প্রকাশ করেন।

যদিও ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে, তবে কার্যক্রম সচল রাখতে ১৭ মে ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে বলে জানিয়েছে সরকার। এই দুই দিন অফিস চালু রেখে কর্মঘণ্টা সামঞ্জস্য করা হবে।

ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কোরবানির এই উৎসব উপলক্ষে দেশজুড়ে থাকে কর্মব্যস্ততা, ভ্রমণ পারিবারিক মিলনমেলার আয়োজন। দীর্ঘ ছুটির ফলে এবার সেই প্রস্তুতিতে গতি আসবে বলে মনে করছেন নাগরিকরা।

সরকারি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ, শিক্ষার্থী প্রবাসফেরত কর্মজীবীরা। অনেকে বলছেন, দীর্ঘ ভ্রমণ গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের জন্য এটি এক অসাধারণ সুযোগ।

এছাড়া, সংশ্লিষ্ট দপ্তরগুলো ছুটির সময় জরুরি সেবা অব্যাহত রাখার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

Share this content:

Back to top button