জাতীয়

নিবন্ধন বাতিল ১২১ দলকে ইসির চিঠি, মাঠপর্যায়ে তদন্তে ২২ দল

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১২১ দলকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন, তদন্তে রইল ২২ দল

এবিএনএ:  নির্বাচন কমিশন (ইসি) নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৩টি দলের মধ্যে ১২১টি দলকে বাতিলের চিঠি পাঠানো হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন ইসির উপসচিব মাহবুব আলম শাহ।

তিনি জানান, প্রাথমিকভাবে সব দলকেই শর্ত পূরণের সময় দেওয়া হয়েছিল। কিন্তু জাতীয় নাগরিক পার্টিসহ মাত্র ৮৪টি দল সেই আহ্বানে সাড়া দেয়। এর মধ্যে ৬২টি দল অতিরিক্ত তথ্য জমা দিলেও তা শর্ত পূরণে যথেষ্ট হয়নি।

বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত চলছে। তদন্ত শেষে কোন দলগুলো চূড়ান্ত নিবন্ধন পাবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button