জাতীয়

ডেঙ্গুতে ভয়াবহতা বাড়ছে: একদিনেই রেকর্ড ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের প্রাণহানি, চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫৮৬ জন।

এবিএনএ:  দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে মৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ।

নতুন এই ৬ মৃত্যুর ঘটনায় এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। এর আগে ২১ আগস্ট ও ১৩ জুন আলাদাভাবে ৫ জন করে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছিল।

শুধু মৃত্যুই নয়, হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৮৬ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button