ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কোন চার দল? জমবে কারা কার বিরুদ্ধে মহাযুদ্ধ?
চেলসি বনাম ফ্লুমিনেন্স ও রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি—নিউ জার্সিতে দুই মহাযুদ্ধে জমে উঠছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব


এবিএনএ: ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ এক নতুন রূপে হাজির হয়েছে ফুটবল দুনিয়ায়—প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে। মাসব্যাপী এই প্রতিযোগিতার উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এবার নির্ধারিত হয়ে গেছে শেষ চারের লড়াই। চারটি শক্তিশালী ক্লাব জায়গা করে নিয়েছে সেমিফাইনালে, যা হতে যাচ্ছে ফুটবলপ্রেমীদের জন্য এক ভিন্নমাত্রার রোমাঞ্চ।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিতে পৌঁছায় ফ্লুমিনেন্স। অপরদিকে চেলসি সমান ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের আরেক শক্তিশালী ক্লাব পালমেইরাসকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুলাই রাতে ১টায়, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে।
অপর সেমিফাইনালটিও হতে যাচ্ছে চোখ ধাঁধানো এক দ্বৈরথ, যেখানে মুখোমুখি হবে ইউরোপীয় দুই পরাশক্তি—রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইঁ জার্মেই (পিএসজি)। ফরাসি ক্লাব পিএসজি বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে পরাজিত করে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। এই ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুলাই রাত ১টায়, একই ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামে।
সবশেষে, ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ—যেখানে বিজয়ীরা লড়বে বিশ্বসেরা ক্লাব হওয়ার জন্য। ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচগুলো হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর, যেখানে প্রতিটি মুহূর্তে থাকছে নাটকীয়তা, গতি আর গৌরবের লড়াই।