বাংলাদেশ

ইশরাক সমর্থকদের অবরোধে অচল নগর ভবন, সোমবার ঘোষিত হলো ‘ব্লকেড’ কর্মসূচি

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দাবি জানিয়ে টানা ৪ দিন ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে সোমবার ঢাকার নগর ভবনে ঘেরাও কর্মসূচি ঘোষণা

এবিএনএ: ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নিয়োগের দাবিতে আন্দোলনরত সমর্থকরা আগামীকাল সোমবার নগর ভবনে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন।

তাদের দাবি, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবনের সকল কার্যক্রম বন্ধ রাখা হবে। এই কর্মসূচির অংশ হিসেবে নগর ভবনের সামনে তারা অবস্থান করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

রবিবার এক প্রতিবাদ সমাবেশে ঢাকাবাসীর পক্ষে আন্দোলনের ঘোষণা দেন মশিউর রহমান। তিনি বলেন, “আমরা দাবি করছি, নগর ভবনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হোক। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়।”

আন্দোলন চলাকালে সমর্থকদের মুখে শোনা গেছে—“দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ”—এই স্লোগান।

নগর ভবনের সামনে টানা চার দিন ধরে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় প্রশাসনিক কাজকর্ম প্রায় অচল হয়ে পড়েছে।

সকাল থেকে বিভিন্ন সেবা নিতে নগর ভবনে আসা অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সেবা পাচ্ছেন না।

নগর ভবনের অভ্যন্তরে কর্মীদের প্রবেশ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় নাগরিক সেবায় মারাত্মক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আন্দোলনকারীরা বলছেন, এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। আগামীকাল ঘোষিত ‘ব্লকেড’ সফল করতে তারা প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনো সমঝোতা বা আলোচনা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে জানা গেছে।

Share this content:

Back to top button