খেলাধুলা

এশিয়া কাপ অভিযানে টাইগাররা: রোববার উড়াল, প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে

সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-২০ এশিয়া কাপ। চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।

এবিএনএ: সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের জমজমাট আসর। আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের, আর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।

রোববার সকালেই দু’দফায় দেশ ছাড়বেন জাতীয় দলের খেলোয়াড়রা। বিসিবির দেওয়া তথ্যে জানা গেছে, প্রথম গ্রুপ সকাল ১০টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় গ্রুপ সন্ধ্যা সাড়ে সাতটায় উড়াল দেবে দুবাইয়ের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে শুরু হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি এবং নিবিড় অনুশীলন।

এবারের আসরের আয়োজক ভারত হলেও পাকিস্তান সফরে না যাওয়ায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকেই বেছে নেওয়া হয়েছে। শুরুতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখন সব ঝামেলা কেটে গেছে।

তবে বাংলাদেশের জন্য এবারের পথ সহজ নয়। লিটন দাসের নেতৃত্বে টানা তিনটি সিরিজ জেতা দলকে এবার গ্রুপ পর্বেই মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো প্রতিদ্বন্দ্বীর। সুপার ফোরে জায়গা করে নিতে হলে এই দুই দলের অন্তত একটি দলকে বিদায় করতে হবে টাইগারদের।

টাইগার সমর্থকরা আশা করছেন, সাম্প্রতিক ফর্ম ধরে রেখে বাংলাদেশ দল এশিয়া কাপে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button