বাংলাদেশ

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা

বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে ৩৬ ঘণ্টার হরতাল শেষে সর্বদলীয় সম্মিলিত কমিটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে

এবিএনএ,বাগেরহাট:  বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল ৩৬ ঘণ্টা শেষে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক জরুরি সভায় কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, আগামী রোববার জেলার সব সরকারি অফিস-আদালতে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি সোম, মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা তিন দিনের হরতাল চলবে। তবে রাতের সময় হরতালের বাইরে থাকবে।

সভায় জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা মোজাফফর রহমান আলম, শেখ মোহাম্মদ ইউনুস আলীসহ কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তাদের অভিযোগ, হরতাল, অবরোধ, বিক্ষোভ মিছিলসহ একাধিক কর্মসূচি পালনের পরও নির্বাচন কমিশন কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমএ সালাম হুঁশিয়ারি দিয়ে বলেন, কমিশন যদি চারটি আসন বহালের দাবি না মানে তবে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি আসন রক্ষায় আগামী সপ্তাহে উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্তও জানানো হয়।

হরতাল চলাকালে জেলার বিভিন্ন সড়কে ব্যারিকেড সৃষ্টি হওয়ায় বাগেরহাট কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাত্রী ও স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হন। বাড়তি ভাড়া, কখনও হেঁটে, কখনও ইজিবাইক বা ভ্যানে যাতায়াত করতে হয়েছে তাদের।

এছাড়া রাতের বেলায় মহাসড়কের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। বিশেষ করে ট্রাকচালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। যদিও সর্বদলীয় কমিটির নেতারা এসব ঘটনায় নিজেদের জড়িত নয় বলে দাবি করেছেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে সীমিত করার প্রস্তাব দেয়। পরে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে বাগেরহাট-১, ২ ও ৩ নম্বর আসন রাখা হয়। দীর্ঘদিন ধরে চারটি আসনে নির্বাচন হয়ে আসলেও এবার একটি আসন সংকোচনকে গণমানুষের দাবির বিরুদ্ধে সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন স্থানীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button