এবিএনএ : আগামী ১ মে অনিবন্ধিত সিমগুলো তিন ঘন্টা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপর খুব স্বল্প সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলো ডি-অ্যাকিটভেট হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। রবিবার এয়ারটেলের সচেতনতা র্যালিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
তারানা হালিম বলেন, সিম নিবন্ধন সাত কোটি ছাড়িয়ে গেছে। আমরা এমনও দেখেছি একটা এনআইডির বিপরীতে ২৫ হাজার সিম পুনঃনিবন্ধন হয়েছে। এই অনিয়ম দূর করার জন্যই নিজে এসে সিম নিবন্ধন করতে হবে।
র্যালিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়েজুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেলের সিইও পিডি শর্মা প্রমুখ অংশ নিয়েছিলেন।
Share this content: