এবিএনএ: নিজের সম্মান বাঁচিয়ে যেকোনো চরিত্রে অভিনয় করতে প্রস্তুত বলে জানিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন পাকিস্তানি এই অভিনেত্রী। ভারতে বেশ ভালো অবস্থানই তৈরি করে ফেলেছেন হুমা কুরেশি। এরই মধ্যে অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করেছেন তিনি। সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘যৌথ পরিবারে বড় হয়েছি। বাড়িতে অনেক ভাই-বোন। তাদের সঙ্গে এই আড়ি, এই ভাব করেই দিন কেটে যেত। মা পড়াশোনা নিয়ে বেশ কড়া ছিলেন। আমি পড়াশোনায় খুব ভাল ছিলাম। ক্লাসে হেডগার্লও ছিলাম। পাশাপাশি খেলাধুলো, বিতর্ক, প্রতিযোগিতা সবেতেই অংশ নিতাম।’ বড় পর্দায় হোক বা সেন্সরহীন ওয়েব সিরিজ হোক সবখানেই অভিনয় করতে রাজি হুমা। এ বিষয়ে তিনি বলেন, ‘ছবিতেও এখন এমন কনটেন্ট থাকে, যা সেন্সরে পাশ হয়ে যায়। আইটেম সং কথাটা আমার খুব খারাপ লাগে। এমন কথায় নারীর অপমান হয় না? আসলে আইটেম সং দিয়ে দর্শককে প্রলোভন দেখানো হয়। আমার সম্মান আমার কাছে সবচেয়ে দামি। সেটা বাঁচিয়ে যে কোনও চরিত্র করতে রাজি।’ বলিউডে অভিষেকের পর নামীদামী স্টারদের সঙ্গে অভিনয় করে ফেলেছেন হুমা। তাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, রজনীকান্তসহ অনেকে।