জাতীয়বাংলাদেশলিড নিউজ

ষোড়শ সংশোধনী নিয়ে আওয়ামীপন্থী আইনজীবীদের কর্মসূচি (ভিডিও)

এবিএনএ : সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ে পর্যবেক্ষণ প্রত্যাহারের দাবিতে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।  আজ শনিবার সংবাদ সম্মেলন ডেকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আগামী ১৩, ১৬ ও ১৭ আগস্ট দুপুরে সারা দেশের আইনজীবী সমিতিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সদস্যসচিব শেখ ফজলে নূর তাপস। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় সারা দেশের আইনজীবীদের সংক্ষুব্ধ করেছে। একটি মহল রায় নিয়ে বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা করছে। ‘

রায়ে যে সমস্ত ‘আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অপ্রাসঙ্গিক’ পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহার করতে আদালতের প্রতি দাবিও জানিয়েছে সরকার সমর্থক এই সংগঠনটি।

উল্লেখ্য, আলোচিত এই রায়ের প্রতিক্রিয়া জানাতে  গত সপ্তাহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংবাদ সম্মেলন ডাকার পর সেখানে দুই পক্ষের আইনজীবীদের তুমুল হট্টগোল বাধে।

Share this content:

Back to top button