এবিএনএ : গত ৪ জানুয়ারী সাউথ জার্সি মেট্রো আ’লীগের স্থানীয় আটলান্টিক সিটির মি. স্ট্রেট রেস্টুরেন্টে যুক্তরাস্ট্র আ’লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের মাতৃ বিয়োগ উপলক্ষে এক শোক সভা ও দোয়ার আয়োজন করে। সাউথ জার্সি মেট্রো আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় উক্ত শোক সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠীত হয়। সভায় বক্তরা বলেন ডঃ সিদ্দিকুর রহমানের মাতার মৃত্যুতে আমরা একজন মহীসনী নারী মমতাময়ী মাকে হারীয়ে আমরা শোকাহত। আমরা তার বিদেহী আত্তার মাগফিরাত কামনা করছি। উক্ত শোক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ-সভাপতি জমির আক্তার, হাফিজ, নির্বাহী কমিটির সদস্য সামছুল ইসলাম, শাহজাহান, সাধারন সম্পাদক আব্দুল আজাদ মিঠু, শহীদ খান, সাংগঠনিক সম্পাদক শেখ শওকত আলী শিমুল, শেখ সেলিম, ফরহাদ সিদ্দিকি, মহিলা সম্পাদিকা রওশন উদ্দিন, ডা. জিন্নাত তাজনীন, আকতার, সদস্য জয়ন্ত সিনহা, এমডি কাইয়ৃম, মাসুম হুমায়ন প্রমুখ। দোয়া মাহফিলের শেষে তরবারক বিতরন করা হয়।