বিনোদন

সেলেনার উত্থান, কিমের পতন

এবিএনএ : কিছুদিন আগেও মার্কিন গায়িকা টেলর সুইফটকে বলা হতো ইনস্টাগ্রামের রানী। কারণ, ফটো শেয়ার নির্ভর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী ছিল তারই। এবার সেই মুকুট ছিনিয়ে নিলেন তারই দেশের আরেক গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। এই দৌঁড়ে একলাফে তিন ধাপ অবনতি হয়েছে রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ানের।

গত ১ ডিসেম্বর ইনস্টাগ্রামের বার্ষিক র‌্যাংকিং প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ১০ কোটি ৩০ লাখ অনুসারী নিয়ে এক নম্বরে আছেন সেলেনা। তালিকায় দুই নম্বরে থাকা সুইফটের অনুসারীর সংখ্যা ৯ কোটি ৩৯ লাখ।

তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে গায়িকা আরিয়ানা গ্র্যান্ড (৮ কোটি ৯৬ লাখ) ও বিয়ন্সে (৮ কোটি ৮৯ লাখ)। দুই নম্বর থেকে পাঁচে নেমে গেছেন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান (৮ কোটি ৮২ লাখ)।

এদিকে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পড়া ছবি এবং ভিডিওর তালিকায়ও শীর্ষে রয়েছে ২৪ বছর বয়সী গায়িকা সেলেনা গোমেজের নাম।

Share this content:

Related Articles

Back to top button