আমেরিকালিড নিউজ

জেলহত্যা দিবস উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

এবিএনএ: বাংগালি জাতির জীবনে তেসরা নভেম্বর এক বেদনা বিধুর দিন।১৯৭৫ সালের এই দিন কুচক্রী মহল বাংগালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য জাতির শ্রেষ্ঠ চার সন্তান,বঙ্গবনধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ও মহান মুক্তিযুদ্ধে সফল নেতৃত্বদানকারী সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দিন আহমেদ, ক্যাপটেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করে।

আলোচনা সভায় আলোচকরা বলেন,পঁচাত্তরের পনেরই অাগস্ট জাতির জনককে হত্যার পর বাংগালি জাতিকে নেতৃত্ব শূন্য করার প্রয়াসে ১৯৭৫ সালের তেসরা নভেম্বর খুনী মোশতাক চক্রের দোসররা জেলখানার অভ্যন্তরে চার নেতাকে নৃশংসভবে হত্যা করে।খুনী চক্র তাঁদেরকে হত্যা করলেও তাঁদের আদর্শকে হত্যা করতে পারেনি।তাইতো তাঁদের আদর্শ অন্তরে ধারন করে জননেএী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তাঁদের স্বপ্নসাধ সোনার বাংলা গড়ার পথে।সোনার বাংলা গড়ার মাধ্যমে তাঁদের হত্যার বদলা নেওয়া যাবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এ অব্যাহত অগ্রযাত্রা ধরে রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য বক্তারা সবার প্রতি অনুরোধ জানান । আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব , আবুল হোসেন,শেখ শিমুল,শেখ সেলিম, শহীদ খান, রওশনউদদীন ,মিরাজুল ইসলাম, রমিজউদদীন,হাজেরা নাসরীন প্রমুখ।

Share this content:

Back to top button