এবিএনএ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আইন লঙ্ঘন করেন। পুলিশ ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। পুলিশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। রাজধানীর গুলশানে হোটেল আমারিতে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়।
শহীদুল হক বলেন, পুলিশেরও ভুলত্রুটি রয়েছে। তবে পুলিশ পরিবর্তনে বিশ্বাসী। সকলের পরামর্শ নিয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। এ জন্য ভাড়াটিয়াদের তথ্য নেওয়া হচ্ছে পাবলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। জননিরাপত্তা রক্ষায় তাই সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আমরা রাষ্ট্র ও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। তবে মালিকপক্ষ যেন রাজনৈতিক ও ব্যবসায়িক কারণে গণমাধ্যমকে ব্যবহার করতে না পারেন- সেদিকে লক্ষ রাখতে হবে- বলেও মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক।