খেলাধুলা

এশিয়া কাপে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ!

এবিএনএ : থাইল্যান্ডে চলমান মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে নেপালকে বড় ব্যবধানে হারাল টিম টাইগ্রেস। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে ৯২ রানে নেপালকে বিধ্বস্ত করে রুমানা-শারমিনরা। এই নিয়ে তিন ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ।

টসে জিতে ব্যাট করতে নেমে সানজিদা ইসলাম এবং নিগার সুলতানার ব্যাটিং দাপটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। নিগার সুলতানা ৩৯ এবং সানজিদা ইসলাম করেন ৩৫ রান। এ ছাড়া শিলা শারমিন ১৯ ও রুমানা আহমেদের ব্যাট থেকে এসেছে ১৭ রান।

জবাবে ন্যূনতম লড়াইও করতে পারেনি নেপাল। তারা গুটিয়ে যায় মাত্র ৪১ রানেই। বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে নেপাল। ফাহিমা মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ২ রানে নিয়েছেন ২ উইকেট নেন নাহিদা আকতার। পাশাপাশি সুরাইয়া আমিন, রুমানা আহমেদ, জাহানারা আলম ও পান্না ঘোষ একটি করে উইকেট নিয়েছেন। নেপালের সিতা রানা মারগারের ১৫ রান ছাড়া নেপালের কেউ দুই অংক ছুঁতে পারেননি। এই ৪১ রান সংগ্রহ করতে তাদের লেগেছে ১৭.৩ ওভার।

২ রানে ২ উইকেট নিয়ে ফাহিমা খাতুন ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।

Share this content:

Related Articles

Back to top button