এবিএনএ: কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। তারা নানা স্লোগান দিয়ে মুখরিত করে তুলছেন আশপাশের এলাকা।
বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বেলা পৌনে তিনটায়।
এদিন দুপুর ১২টার পর থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কাকরাইল, নাইটিংগেল মোড়, মৎস্যভবন, পল্টন, ফকিরাপুল, আরামবাগে নেতাকর্মীরা মিছিল করছেন। তারা বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় যানজট বেড়েছে। বন্ধ হয়ে গেছে ভিআইপি সড়কে যান চলাচল। এদিন কোনো ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।