সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। গ্রুপ এক থেকে টানা চার ম্যাচ জিতে সেমির পথে এগিয়ে থাকা ইয়ন মরগ্যানদের সামনে এখন প্রোটিয়া বাধা। আজ শনিবার রাত ৮টায় শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক মরগ্যান। এই ম্যাচের একাদশে এক পরিবর্তন এনেছে ইংল্যান্ড। টাইমাল মিলসের পরিবর্তে দলে এসেছেন মার্ক উড।
ইংল্যান্ড একাদশ :
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্ট, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান, মইন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মার্ক উড।
দক্ষিণ আফ্রিকা একাদশ :
রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।