এবিএনএ: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে কনসার্টে পদদলিত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০০ মানুষ। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভাল নামের এই কনসার্টে ৫০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। পেছন থেকে স্টেজের সামনের দিকে যাওয়ার জন্য হুড়াহুড়ি শুরু হলে ভীড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতেই পদদলনের ঘটনা ঘটে। হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হাত-পা কেটেছিলে যাওয়ায় প্রায় ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
হিউস্টনের অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান স্যামুয়েল পেনা জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে ধাক্কাধাক্কি শুরু হয়।তিনি বলেন, ‘ভীড় থেকে স্টেজের সামনে যাওয়ার জন্য চাপাচাপি করা হচ্ছিল এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’ স্থানীয় রাজনীতিবিদ লিনা হিদালগো এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।
Share this content: