এবিএনএ : ১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ হবে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, সেটিকে ‘অলীক’ ও ‘অবাস্তব’ বলে আখ্যায়িত করেছে বিএনপি।
আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে অর্থনীতির যেসব সূচক জিডিপির প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলে, অধিকাংশ ক্ষেত্রে সেসব সূচকের অবস্থা সন্তোষজনক নয়। তা ছাড়া, ব্যক্তি খাতে বিনিয়োগের অভাব, দুর্নীতিসহ অর্থনীতির সার্বিক বিষয় অবনতিশীল হওয়ায় এই প্রবৃদ্ধি অর্জন অসম্ভব। এমনকি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) বাংলাদেশের এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মত দিয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার এসব বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। তিনি মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে জনগণকে আহ্বান জানান।
তিনি বলেন, এবার মাথাপিছু আয় বৃদ্ধির যে কথা বলা হচ্ছে সেটা বাংলাদেশের সার্বিক কল্যাণের সূচক নয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির কারণে এটা হয়েছে। ফখরুল বলেন, উন্নয়নের নামে দেশে লুণ্ঠনের রাজত্ব কায়েম করছে সরকার।