এবিএনএ : তিন হাজার ৫৮৪ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার পাঁচ শ ৭১ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৯৮ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৯ শ ১৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয় হবে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এতে ৩ হাজার ৫৮৪ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার পাঁচ শ ৭১ কোটি ৪৬ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব তহবিল ৯৮ কোটি ৭২ লাখ এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৯ শ ১৩ কোটি ৮১ লাখ টাকা।