এবিএনএ : চীনে মহামারি করোনাভাইরাসে মৃত এবং আক্রান্তদের প্রকৃত সংখ্যা নিয়ে শুরু থেকেই তথ্য গোপনের অভিযোগ ছিল দেশটির বিরুদ্ধে। এই অভিযোগকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে সম্প্রতি চীনের বৃহত্তম অনলাইন নিউজ পোর্টাল ‘টেনসেন্ট’-এ প্রকাশিত একটি পরিসংখ্যান।
‘টেনসেন্ট’-এ প্রকাশিত ওই প্রতিবেদন নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। গত শনিবার টেনসেন্টের ওয়েবপেজে ‘মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৫৮৯ জন। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৪ হাজার ২৩ জন। অথচ সরকারি হিসাব অনুযায়ী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫৬৮ জন এবং আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ১৮ জন।
তবে এমন তথ্য প্রকাশের কিছুক্ষণের মধ্যে তথ্য সংশোধন করে নেয় ওয়েবপেজ কর্তৃপক্ষ। সংশোধিত পরিসংখ্যানটি ছিল, করোনাভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৪৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৩০৪ জনের। তবে পরিসংখ্যান পরিবর্তনের আগেই এর স্ক্রিনশট নিয়ে রাখেন অনেকে। তাদের দাবি, এটি কোনো ভুল নয়। সাংবাদিকরা বিবেকের তাড়নায় ইচ্ছাকৃতভাবে সরকারের আদেশ অমান্য করে প্রকৃত সংখ্যা প্রকাশ করেছে। তবে এই ঘটনা নিয়ে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি ‘টেনসেন্ট’।